মান্দায় কীটনাশকের দোকানে সিঁদ কেটে চুরি

আপডেট: জানুয়ারি ২৯, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় সিঁদ কেটে কীটনাশকের একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দোকান মালিকের দাবি। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ভারশোঁ লক্ষ্মীর মোড়ে মেসার্স জেপি ট্রেডার্স নামে সিনজেনটা রিটেলার দোকানে চুরির এ ঘটনা ঘটে।
দোকান মালিক জীবন কুমার জানান, শুক্রবার রাত ৮টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। শনিবার সকাল ৭টার দিকে দোকান খোলার পর চুরির বিষয়টি জানতে পারেন তিনি। চোরেরা সিড়ি ঘরের ইট খুলে ভেতরে প্রবেশ করে। দোকান মালিক দাবি করে বলেন, দোকনে থাকা সিনজেনটা কোম্পানির ভিরতাকো, এমিস্টার টপ, স্কোর, রিফিট, কেরাটেসহ অন্তত ৪ লাখ ৬৯ হাজার ৬শ টাকার কীটনাশক লুট করে নিয়ে গেছে। ঘটনায় মান্দা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ওই বাজারে নৈশ্যপ্রহরী থাকার পরও কীটনাশকের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজার কমিটির সভাপতি ইউনুছ আলী জানান, ইতোপূর্বে বাজারে একটি মিষ্টির দোকান ও একটি ঢোপ দোকানে চুরি সংঘটিত হয়। স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চত করে বলেন, ঘটনা তদন্তের জন্য উপপরিদর্শক মজিবর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।