সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টায় সিসিডিবির হলরুমে হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় ব্রি-ধান-৭৪ নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক। সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন হারভেস্টপ্লাস প্রতিনিধি জাকিউল হাসান, সিপিআরপির এরিয়া ম্যানেজার কাওছার আল মামুন, শাখা ব্যবস্থাপক লালমোহন সরকার, হিসাবরক্ষক গোলাম আজম, মাঠ সংগঠক জীবন কুমার সরকার, জয়নাল আবেদিন, মাঠকর্মী জনি ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ১৭ জন কৃষক অংশগ্রহণ করেন।