মান্দায় কৃষকের দুটি গরু চুরি

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি :


নওগাঁর মান্দায় গোয়ালঘরের তালা কেটে দুটি বকনা গরু চুরি করে নিয়ে গেছে চোরেরদল। রোববার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুল মতিন জানান, রোববার রাত ৮টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৬টার দিকে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজা খোলা।

ভেতরে গরু দুটি নেই। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুর মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলেও দাবি করেন তিনি।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ