মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্য গুদামে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কমকর্তা আমিনুল কবির, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্য গুদামে ৩৫৩ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য পূরণে ইতোমধ্যে মিল মালিকরা চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি কেজি চাল ৩৩ টাকা দরে কেনা হবে জানিয়ে তিনি বলেন, আগামি ১৫ মার্চ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।