শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকারের জন্য কার্যকর অংশগ্রহণ প্রকল্পের আওতায় জনপরিকল্পনা বিষয়ক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করে স্থানীয় চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ডিয়াকোনিয়ার সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তব্য দেন ইউনিয়নের সচিব সেরাজ উদ্দিন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, আদুরী রানী, আছিয়া বেগম, মঞ্জুয়ারা বেগম, বারসিকের এলাকা সমন্বয়কারী জাহিদ আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর রবিউল হক, এনএসএ (নন স্টেট এ্যাক্টর) সদস্য মাহবুবুল আলম, তহিনুর খাতুন, রুমানা খাতুন, নার্গিস খাতুন প্রমুখ। কর্মশালায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৩০ জন নারী-পুরুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।