মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত খায়রুল ইসলাম (৪৫) নামে একব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২২ দিন পর গত শুক্রবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার চকরামপুর গ্রামের মৃত শুকুর আলী প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের জয়বুল হোসেনের সঙ্গে ৬ শতক জমি নিয়ে খায়রুর ইসলামের বিরোধ চলছিল। গত ১৯ মার্চ সকাল ৯টার দিকে খায়রুল ইসলামের ভোগদখলীয় সম্পত্তি দখলের চেষ্টা করে জয়বুল পক্ষের লোকজন। এসময় উভয়পক্ষে সংঘর্ষের ঘটনায় ৭জন আহত হন। এদের মধ্যে খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২দিন পর মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সনাতন কুমার সরকার জানান, মারপিটের ঘটনায় খায়রুল ইসলামের স্ত্রী ফাহিমা বিবি বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রতিপক্ষ জাভেদ আলীর দায়েরকৃত আরেকটি মামলা থানায় তালিকাভুক্ত করা হয়। দুই মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। মারপিটে আহত খায়রুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফাহিমা বিবির দায়েরকৃত মামলার সঙ্গে দ-বিধির ৩০২ ধারা সংযোজন হবে।