মান্দায় জমি নিয়ে দুইপক্ষের মারপিটে আহত ৭

আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মারপিটে ৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চকরামপুর গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের জয়বুল হোসেনের সঙ্গে ৬ শতক জমি নিয়ে খায়রুর ইসলামের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে খায়রুল ইসলামের ভোগদখলকৃত সম্পত্তি দখলের চেষ্টা করেন জয়বুল পক্ষের লোকজন। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় ৭ জন আহত হন। আহতরা হলেন, জয়বুল হোসেন (৪০), উজ্জল হোসেন (২৫), রফিকুল ইসলাম (১৬), খায়রুল ইসলাম (৪৫), খবির উদ্দিন (৩৫), সেলিনা আক্তার (৩২) ও খোকসার আলী (৪৫)। এদের মধ্যে খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা দায়ের করে নি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।