বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় শাহজাহান আলী (৩০) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ফতেপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহজাহান আলী একটি চার্জার ভ্যানে গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার সকালে একই উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিভিন্ন গ্রাম ঘুরে ভায়াড়ি কিনে দুপুরে বাড়ি ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক ফতেপুর এলাকায় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।