মান্দায় ট্রাক চাপায় একজন নিহত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় নায়েব উদ্দিন (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব উদ্দিন উপজেলার বড়মুল্লুক গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নায়েব উদ্দিন সকালে জয়বাংলার মোড়ে চা খেয়ে ফতেপুর গ্রামে যাচ্ছিলেন। মাদরাসার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।