মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ট্রাক ও গরুবাহী ভটভটির সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে মান্দা-নিয়ামতপুর রাস্তার বালুবাজার কানারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার হাটোর গ্রামের জানোর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইদ্রিস আলী ভটভটিতে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। পথে কানারমোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান। এসময় ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।