শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চাকরি জাতীয়করণের দাবিতে নকল নবিসরা কর্মবিরতি শুরু করেছে। গত ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় সাবরেজিস্ট্রি অফিসের সামনে সমাবেশ করেছে নকল নবিসরা।
নকল নবিস মান্দা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহসভাপতি আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য বিউটি রানী, মোনেছা বিবি প্রমুখ। বক্তরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বালামকপি, জাবেদা নকল সরবরাহসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।