মান্দায় নির্বাচনী সহিংসতা মামলায় চারজন গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ


মান্দা প্রতিনিধি:


নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান। এ মামলায় নৌকা প্রার্থীর সাতজন কর্মী-সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছিলো।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আশিক মণ্ডল (২৭), সাদ্দাম হোসেন (২৮), আব্দুল হান্নান (২৬) ও আনোয়ার হোসেন (৩৮)। রোববার (২৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার চারজনের নৌকা প্রার্থীর সমর্থক তিনজন ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক কর্মী।

স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রার্থীর ২৫জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন নৌকা প্রার্থীর কর্মী আব্দুল হান্নান।

উল্লেখ্য, শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ