মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি:


নওগাঁর মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার জোতবাজার খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৬০)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা।

নিহত আনোয়ার হোসেনের সহকর্মী শাহিন আলম বলেন, জোতবাজার খেয়াঘাটে নির্মাণাধীন সেতুর সাটারিং এর কাজ করছিলেন আনোয়ার হোসেন। এসময় অসাবধানবশত সেতু থেকে তিনি নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।