মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় নেশার বড়িসহ জুয়েল রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুরিশ। শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ১৫০ পিস নেশার বড়িসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অর্জুর কুমার সঙ্গীয় ফোর্সসহ জুয়েল রানার বাড়িতে অভিযান দেন। এসময় তল্লাশী চালিয়ে শয়নঘর থেকে ১৫০পিস নেশার বড়িসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, গ্রেপ্তার জুয়েল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ রোবরার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।