রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় পিকআপ ভ্যানের চাপায় হাসান আলী (৪৭) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার জামদই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ও তুড়–কগ্রাম দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্র থেকে নিহত হাসান আলী বাড়ি ফিরছিলেন। উল্লেখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় একই দিক থেকে আসার ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় সুপার হাসান আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় মারা যান তিনি। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।