মান্দায় পুলিশের কাছে ৪০ মাদক কারবারীর আত্মসমর্পণ

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৪০ মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার বিকেল ৫টায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ পাঠ করানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম) প্রধান অতিথি ছিলেন। শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুরুজ্জামান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান আবদুল আলিম ও বেলাল হোসেন খান বিশেষ অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, মাদক যুব সমাজকে ধংসের মুখে ঠেলে দিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদক নির্মূলে ঝটিকা অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে শরিক হয়ে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মাদক কারো বন্ধু হতে পারে না। সমাজকে সুস্থ করে তোলার দায় সকলের।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশের অভিযানে তটস্থ হয়ে আত্মসমর্পণ করেছে কুসুম্বা ইউনিয়নের ১৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও ২২ সেবনকারী। মাদক ব্যবসা ও মাদক গ্রহণ না করে সুস্থ জীবনে ফেরার আকুতি জানালে পুলিশ তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ লক্ষ্যে আত্মসমর্পণকারী ৪০ মাদক কারবারিকে মুচলেকা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে শপথ পাঠ করানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের লুঙ্গি ও শাড়ি উপহার দেয়া হয়েছে। তারা সুস্থ জীবনে ফিরতে পারলে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়িরা হলো আজম খান, গিয়াস উদ্দিন, রীনা খাতুন, বিউটি বেগম, ফয়জুর রহমান, উজ্জল হোসেন, এনতাজ আলী, বেলাল হোসেন, সহদেব, সোনামনি, আবু বক্কর সিদ্দিক, মফিজ উদ্দিন, আবদুর রাজ্জাক, বিনতো রানী, আশরাফুল ইসলাম, সুনীল পাহান ও আরতি পাহান। মাদক সেবনকারীরা হলেন আবদুল জব্বার, জুয়েল রানা, রিয়াজ উদ্দিন, আল হেরাজ, সায়েদ আলী, মকলেছার রহমান, আরব আলী, সোলাইমান আলী, ফাইট, তৌহিদ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, রইছ উদ্দিন, কাসেম আলী, আয়েন উদ্দিন, আনিছ, আজিজুল হক, চুনো, মনসুর রহমান, আবুল কালাম, এনামুল হক ও এরশাদ আলী। এরা সকলেই উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।