রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দা থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোজাম্মেল হককে (বিপিএম, পিপিএম) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে থানা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী নওগাঁ পুলিশ সুপার বিপিএম, পিপিএম। থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম, ইউএনও নুরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্রহানী সুলতান গামা ও শেখ আবদুল লতিফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরামের সভাপতি আবদুল আলিম, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, উত্তরা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফজলুল হক, প্রভাষক আমিনুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কামরুল ইসলাম পাশা, মান্দা থানা গ্রাম পুলিশের সভাপতি মমতাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা প্রদান করা হয়।