রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডলসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নিচকুলিহার খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান, নিচকুলিহার গ্রামের আবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, জালাল হোসেনসহ ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে গ্রামের লবির উদ্দিনের মর্টারের কাছে তাদের ওপর হামলা করে। হামলাকারীদের মারপিটে সাবিনা (২৫), মামুন খান (২২), ময়না বিবি (৪৩), মনিরুল ইসলাম (২৬), মুক্ত বিবি (২৫), মাহবুব হোসেন খান (২৭), আমেতুন বিবি (৩৭), দুলাল হোসেন (২৫), আবদুুল মালেক খান (২৮), বাবু খান (৩০), রেন্টু খান (৩২) ও হাসিনা বিবি (৫৫) আহত হন।
এ ঘটনায় ওই পথ দিয়ে যাওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডলকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। আহতদের মধ্যে সাবিনা, মনিরুল, আমেতুনসহ সাবেক চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াদ আলী মন্ডল জানান, অগ্রণী ব্যাংক লিমিটেড কশব মান্দা শাখা থেকে দুই লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে ওই পথে বাড়ি ফেরার সময় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা টাকাগুলো ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনায় এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।