মান্দায় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় বন্যাদুর্গত মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগসহ বিভিন্ন সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে পশ্চিম নুরুল্লাবাদ, কুসুম্বা, প্রসাদপুর ও মান্দা সদর আশ্রয়কেন্দ্রে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্রহানী সুলতান গামা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, দফতর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক ডা. রুবেল হাসান, মান্দা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু ব্যক্তিগত উদ্যোগে চকগোপাল, বটতলা, বারিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগাতিপাড়া ও পশ্চিম নুরুল্লাবাদ আশ্রয় কেন্দ্রে ৫ হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেছে অ্যাড. আবদুুল বাকী।
একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে নাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এমএম রাসেল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল ইসলাম, একুশে পরিষদের সহসভাপতি প্রতাপ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, প্রভাষক নিরঞ্জন কুমার বাগচি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকের উদ্যোগে নাড়াডাঙ্গী ও শামুকখোল গ্রামে শুকনো খাবার এবং ব্যবসায়ি মহিদুল হক বাদশা রেবা আখতার আলিম মাদরাসা ও বড়বেলালদহ ফাজিল মাদরাসা আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।