মান্দায় বস্ত্র ও পাটমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। গত শুক্রবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের করাতিপাড়া, ভারশোঁ ইউনিয়নের কালীসফা আদিবাসী পল্লী ও পাকুড়িয়া শহীদ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদসহ দলীয় নেতাকর্মিরা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোল্লা এমদাদুল হক জানান, মন্ত্রী করাতিপাড়ায় ১৫০ টি, পাকুড়িয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ২০০ টি  এবং কালীসফা আদিবাসী পল্লীতে ২০০ টি কম্বল বিতরণ করেন।
অন্যদিকে গতকাল শনিবার ভালাইন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, যুবলীগনেতা ডা. রশিদুল ইসলাম ও আল আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা একরামুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ