মান্দায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি :


নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নুরুল ইসলাম মÐল (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জেলেঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মÐল নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নুরুল মÐলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে চলে যায়। নিহতের বাড়ি মহাদেবপুর ্উপজেলাতে হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।