শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বায়োচার ও বসতভিটায় সবজির চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা সিসিডবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবির বায়োচার প্রজেক্ট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক।
প্রশিক্ষণ কর্মশালায় বায়োচার প্রজেক্টের টেকনিক্যাল অ্যাডভাইজার এম মাহবুবুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কুমার সিংহ, মার্কেট ফ্যাসিলিটেটর জান্নাতুল ফেরদৌস, সিসিডিবির এরিয়া ম্যানেজার দরকা সেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষক প্রনয় কুমার, উজ্জল কৃমার প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৩১ জন কৃষক-কৃষাণী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সংশ্লিস্ট সূত্র জানায়, মান্দা উপজেলার ২৮টি পরিবার ‘আখা’য় (কৃষি বান্ধব চুলা) কাঠের খড়ি ব্যবহার করে বায়োচার উৎপাদন করছে। বায়োচার ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও অনুজীবের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে। মাটির জৈব গুণাগুন বাড়িয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করে।