মান্দায় বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পেইন

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে বিনামূল্যে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় আশার সতিহাট শাখা কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, আশা কেন্দ্রীয় কার্যালয়ের ফিজিওথেরাপিষ্ট আব্দুর রহমান, আশার জেলা ব্যবস্থাপক মামুনুর রশিদ, সতীহাট শাখা ব্যবস্থাপক সোলাইমান আলী, আঞ্চলিক ব্যবস্থাপক হারুনার রশিদ শেখ, সহকারী ব্যবস্থাপক বিমান চন্দ্র, যুবলীগনেতা বুলবুল আহমেদ প্রমুখ। প্রথমদিনের ক্যাম্পেইনে ১৮৩ জন রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।