শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গাইহানা কৃষ্ণপুর নব জাগরনী ক্লাব চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ক্লাব সভাপতি মাসুদ রানা।
ক্যাম্পেইনে তিনজন চিকিৎসক রক্তের গ্রুপ নির্ণয় ও ব্যবস্থাপত্রসহ চিকিৎসা প্রদান করেন। ৬ শতাধিক রোগিকে এ স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। চিকিৎসকদের মধ্যে ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খালেদ বিন মনির, ফিরোজা ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্ট মাসুম রানা ও নাজমা আক্তার।
ক্যাম্পেইন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাবের সহসভাপতি বাবলু সরদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল রানা রুবেল, যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান আলী, গাইহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন, শিক্ষক নজরুল ইসলামসহ ক্লাবের সদস্যরা।