মান্দায় মতবিনিময় সভা

আপডেট: জানুয়ারি ১২, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় গতকাল বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। সভায় ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসনের জন্য কার্যকর অংশগ্রহণ’ প্রকল্পের আওতায় উপজেলার ৫ ইউনিয়নে গত একবছরের কার্যক্রম তুলে ধরেন বারসিকের সমন্বয়কারী পাভেল পার্থ।
প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার জোয়াদ্দার, ইউপি সদস্য আব্দুস সাত্তার, সাংবাদিক আব্দুল জব্বার, রেজাউল ইসলাম ও জিল্লুর রহমান, বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর রবিউল হক, এনএসএ (নন স্টেট এ্যাক্টর) সদস্য মাহবুবা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, গত একবছরে সাংবাদিক মতবিনিময় সভা ২টি, জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ৫টি এবং কর্মশালা ৫টি, নেতৃত্ব ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২টি এবং কর্মশালা ২টি, সুশাসন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ ২টি এবং কর্মশালা ২টি, স্ট্যান্ডিং কমিটির সভা ১০টি, সোস্যাল অডিট ৩টি, এফজিডি ১০টি, কমিউনিটি প্লানিং ও জনসংলাপ ২টিসহ বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা করেছে সংস্থাটি। ২০১৩ সাল থেকে উপজেলার ভারশোঁ, প্রসাদপুর, কুসুম্বা, তেঁতুলিয়া ও কালিকাপুর ইউনিয়নে স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষে সংস্থাটি কাজ করে আসছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির উদ্যোগে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ