রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ডিসকভার কালো রঙের ১৩৫ সিসির একটি মোটরসাইকেল চুরি গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা রেবা আখতার আলিম মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে গড়িটি চুরি যায়।
মোটরসাইকেলের মালিক সাদেকুল ইসলাম জানান, ভাগ্নে সুমন মোটরসাইকেলটি নিয়ে পরীক্ষা শুরুর আগে রেবা আখতার আলিম মাদরাসা কেন্দ্রে যায়। মোটরসাইকেলটি গেটের সামনে রাস্তার ধারে রেখে পরীক্ষা কেন্দ্রের ভেতরে গিয়ে কাজ শেষে তাৎক্ষণিক ফিরে আসে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সংঘবদ্ধ চোরের দল মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।