মান্দায় মৌমাছির কামড়ে আহত ৯

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি:


নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনই নারী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বুড়িদহ বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তপন চন্দ্র দাস জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বুড়িদহ বাজারের দেবদারু বাগানের পাশে বাঁধা একটি ছাগলকে হঠাৎ করেই একদল মৌমাছি আক্রমণ করে। আক্রান্ত ছাগলকে বাঁচাতে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরাও মৌমাছির আক্রমণের মুখে পড়েন। এসময় প্রসাদপুর থেকে জোতবাজারের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মৌমাছির কামড়ে আহতরা হলেন, অনজু চৌধুরী (৪৭), বাসন্তি রানী (৫৫), সুকুমার দাস (৫০), শুকলা রানী (২৫), শিউলি নারী (৩৪), জুয়েল রানা (২৮) আল আমিন (৩৮), গোলাম হোসেন (৪০) ও আফরোজা বেগম (৪৫)।

আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় অনজু চৌধুরী নামের এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, মৌমাছির কামড়ে আহত আটজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। আহত অনজু চৌধুরীর অবস্থা খারাপ হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে রামেক হাসপাতালে।