মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নওগাঁর মান্দায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, মনোজিৎ কুমার সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সিদ্দিক হোসেন, এমদাদুল হক, আবদুল কাদের, আবদুল হালিম দুলাল প্রমুখ।