মান্দায় শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি



নওগাঁর মান্দায় গতকাল শনিবার উপজেলার কালিকাপুর বাজারসহ ৬টি স্থানে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার মহাদেব কুন্ডুর ব্যক্তিগত উদ্যোগ ও তার বন্ধু-বান্ধবদের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে কালিকাপুর বাজারে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মহাদেব কুন্ডু, প্রবীণ কুমার দাস, অনুপ কুমার মহন্ত, নিরঞ্জন কুমার বাগচি, গৌতম কুমার মহন্ত, রতন কুমার, নিরেন্দ্রনাথ প্রামানিক প্রমুখ। আলোচনা শেষে কালিকাপুর বাজারে ৩৩০ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সাবাই, জোতবাজার, প্রসাদপুর ও সতিহাট হরিবাসর মন্দির প্রাঙ্গণে আরো ৩৫০ জনকে কম্বল দেয়া হয়েছে।