মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সোমবার (৩০ জানুয়ারি) সকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অনলাইনে যুক্ত হয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ, অধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমূখ।
খেলা শেষে একদিনের এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।