মান্দায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার এক

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৫০ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণের পর ধর্ষণ ঘটনায় সাংবাদিক পরিচয়দানকারী আবদুুর রাজ্জাক (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুর রাজ্জাক উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ঘটনায় ভিকটিম বাদি হয়ে গত রোববার রাতে দুইজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ভিকটিম মান্দা উপজেলার কাঞ্চন উচ্চবিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ১০-১২ দিন আগে আবদুুর রাজ্জাক নিজেকে একটি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে তার ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে কথা বলে। এরপর প্রতিদিনই তাকে উত্যক্ত করে থাকে আবদুুর রাজ্জাক।  এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে। গত শনিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে কাজী অফিসে যাওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে তুলে আবদুুর রাজ্জাকের আত্মীয় উপজেলার হোসেনপুর গ্রামের আশরাফুল ইসলাম মাহানের বাড়িতে নিয়ে যায়।
ভিকটিম জানায়, রাতে ওই বাড়ির একটি কক্ষে তার ইচ্ছের বিরুদ্ধে আবদুুর রাজ্জাক তাকে একাধিকবার ধর্ষণ করে। রোববার সকালে আবারো কাজী অফিসে নেওয়ার কথা বলে ওই বাড়ি থেকে তাকে মোটরসাইকেলে করে রাজশাহী শহরে নেওয়া হয়। সেখানে বিয়ের ব্যবস্থা না করে বিকেলে রাজশাহীর তানোর উপজেলায় আরেক আত্মীয়ের বাড়িতে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মাদারীপুর বাজারে পৌঁছলে ভিকটিমের চিৎকারে মোটরসাইকেলসহ তাদের দুজনকে আটক করে স্থানীয়রা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে একইভাবে বিয়ের প্রলোভন দিয়ে আরো ৯-১০ জন নারীকে সর্বশান্ত করেছে আবদুুর রাজ্জাক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সংবাদ পেয়ে তানোর থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আবদুুর রাজ্জাকসহ ভিকটিমকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় ভিকটিম বাদি হয়ে আবদুুর রাজ্জাক ও আশরাফুল ইসলাম মাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ওসি আরো জানান, মামলার পর আবদুুর রাজ্জাককে গতকাল সোমবার জেলহাজতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ