মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারি আটক

আপডেট: জানুয়ারি ১০, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি:


নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫। এ সময় গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে মান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুল শুকুর (২৮)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা এবং ওই কাভার্ডভ্যানের চালক। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বণী গ্রামে বলে জানা গেছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ থেকে পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদে জানতে পারে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কুমিল্লা থেকে রাজশাহী দিকে আসছে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা আমচত্বরে চেকপোষ্ট বসিয়ে গাড়ীটি থামানোর সংঙ্কেত দেয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি পালিয়ে নওগাঁর দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া দিয়ে ওই কাভার্ডভ্যানটি মান্দা উপজেলার জয়বাংলা মোড়ে আটক করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।
ঘটনায় র‌্যাব বাদি হয়ে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ