মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান পিন্টু আর নেই

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। এ অবস্থায় গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুর রব পিন্টু মান্দা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। ধানের শীষ প্রতীকে তিনি মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বিকেল ৫টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি অধ্যক্ষ আবদুল আলিম, বিএনপিনেতা মাহবুব আলম চৌধুরী, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি গোলাম সোরয়ার স্বপন, সাবেক চেয়ারম্যান মহসীন রেজা, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আবদুল কাইয়ুম, মরহুমের ছোটভাই মিজানুর রহমান নান্টুসহ এলাকার সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। পরে আগতরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ