মামা শ্বশুরের ছুরিকাঘাতে ভাগ্নি জামাই খুন

আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে মামা শ্বশুরের ছুরিকাঘাতে সোহেল ইসলাম ওরফে লাভলু (২১) নামে ভাগ্নি জামাই নিহত হয়েছেন। লাভলু নগরীর বালিয়াপুকুর এলাকার আবদুল আলীমের ছেলে। পেশায় তিনি দর্জি ছিলেন। প্রেম করে বিয়ে করার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু মারা যান।
নিহতের মা জাহানারা বেগম (৫০) জানান, প্রায় ৬ মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন লাভলু। তার শ্বশুর বাড়ি নগরীর বাসার রোড এলাকায়। বিয়ের পর লাভলু তার স্ত্রী তাসনুভা ইসলাম তানিমকে (১৮) নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। তবে তার শ্বশুর বাড়ির লোকজন তাদের বিয়ে মেনে নেন নি। বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সময় লাভলুকে হত্যার হুমকি দিতেন।
এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে লাভলুর মামা শ্বশুর চঞ্চলসহ আরও কিছু অজ্ঞাত ব্যক্তি বালিয়াপুকুর সেরিকালচার গেটের সামনে তার ওপর হামলা চালান। এ সময় চঞ্চল তার পিঠে কয়েকটি ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যান। এরপর স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে লাভলুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মা জাহানার বেগম বাদী হয়ে মামা শ্বশুর চঞ্চলসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ