মামুনের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন দুই আসামি

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক
তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের এক মামলায় রাজসাক্ষী হওয়ার সুযোগ পেলেন দুই আসামি শাহজাদ আলী ও তাহমীনা আলী।
রাজসাক্ষী হতে তারা মামলাটির বিচারাধীন আদালত ঢাকার বিশেষ জজ আদালতের সায় পেয়েছিলেন। তবে তার বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন মামুন।
রোববার সেই আব্নে খারিজ করে দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।
২০১১ সালে দুর্নীতি দমন কমিশন এই মামলা করার সময় শাহজাদ ও তাহমীনা দুজনকে সাক্ষী করেছিল।
অর্থ পাচারে তাদের সম্পৃক্ততার তথ্য মেলার পর ২০১৫ সালে তাদের আসামি করতে নির্দেশ দেয় হাই কোর্ট।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে তাদের এ মামলার আসামি করা হয়েছিল। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়।”
সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে রাজসাক্ষী হওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন শাহজাদ ও তাহমীনা। অর্থাৎ আসামি হয়েও তারা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে চান, যাতে বিচারে তাদের শাস্তি কম দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত তাদের আবেদন মঞ্জুর করে। এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন মামুন।
“দুই দিন শুনানি নিয়ে আজ হাই কোর্ট মামুনের সে আবেদন খারিজ করে দিয়েছেন,” বলেন খুরশিদ আলম।
তিনি বলেন, এর ফলে দুই আসামির রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া আদেশ বহাল থাকল।
খালেদা জিয়ার ছেলের বন্ধু মামুন জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। অর্থ পাচারের একটি মামলায় তারেকের সঙ্গে তারও সাজা হয়েছে।- বিডিনিউজ