মায়ানমারের সীমান্তরক্ষী ও সেনা মিলে ২২৯ জন পালিয়ে বাংলাদেশে

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :মায়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছেই।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেছেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তিন দিনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মোট ২২৯ জন বিজিবির হেফাজতে এসেছেন।

‘তাদের মধ্যে মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ-বিজিপির সশস্ত্র সদস্য যেমন আছেন, সাধারণ মানুষও আছে। কারা কতজন-এ সংখ্যাটা নির্ণয়ের চেষ্টা চলছে।’
তথ্যসূত্র: বিডিনিউজ