মারণ সুপারবাগের করাল হাতছানি, কতটা সুরক্ষিত পৃথিবীবাসী

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


পৃথিবীর কাছে ঘনিয়ে আসছে বিশাল বিপদ। আগামী ২৫ বছরের মধ্যে মারা যাবে ৪ কোটি মানুষ। এর প্রধান কারণ হবে ড্রাগ প্রতিরোধী সুপারবাগ। এই সুপারবাগ হল ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এবং ছত্রাকের স্ট্রেন যা বিশ্বের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের বিরুদ্ধে লড়তে সক্ষম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সুপারবাগের প্রভাব ইতিমধ্যেই গোটা বিশ্বে পড়তে শুরু করেছে। বিশ্বের পক্ষে মারাত্বক হয়ে উঠতে পারে এই সুপারবাগ। একে চিহ্নিত করা যথেষ্ট কষ্টের। এটি মানবদেহে বাসা করলে কোনও ওষুধ একে হারাতে পারবে না। ফলে দেহে নিজের ঘর করবে এই সুপারবাগ। শুধু ঘর করাই নয়, দেহে নিজের বংশবিস্তার করবে এই সুপারবাগ। ফলে অতি সহজেই মানবদেহের রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হবে।

অতি সহজেই মানুষ ঢলে পড়বে মৃত্যুর দিকে। ল্যানসেট জার্নালের একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে ইতিমধ্যেই ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে এক মিলিয়ন মানুষ এই সুপারবাগের প্রভাবে মৃত্যুবরণ করেছেন। এই সুপারবাগ শিশুদের মধ্যেই বেশি নিজের প্রভাব বিস্তার করেছে। তবে বড়রাও এক শিকার হয়েছে।

এর চিকিৎসা করা কঠিন। দ্রুত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে মৃত্যু নিশ্চিত করাই এর প্রধান টার্গেট। এখানেই শেষ নয় দেহ শেষ হওয়ার আগেই এই সুপারবাগ অন্য দেহে বাসা করে নেয়। এর মোকাবিলা করা কার্যত অসম্ভব। তব গবেষণা চলছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ