মার্কিন রিপোর্টে পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ || সন্ত্রাসবাদ পোষণই যাদের দর্শন

আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:৪৬ পূর্বাহ্ণ

পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আবোরো সে কথা জানান দিল বিশ্বকে। পাকিস্তান দেশটাই সন্ত্রাসী-জঙ্গিদের স্বর্গরাজ্য শুধু নয় দেশটির বিরুদ্ধে প্রতিবেশি দেশগুলোর অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়ার অভিযোগও অনেক পুরাতন।
সম্প্রতি এক মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান এমন এক দেশ বা এলাকা, যেখানে জঙ্গিরা অবাধে লালিত-পালিত হয়। এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলাও চালায় জঙ্গিরা। ট্রাম্প প্রশাসনের সদ্য প্রকাশিত সরকারি রিপোর্টে পাকিস্তানের এমন পরিচিতি তুলে ধরা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই মার্কিন আইনসভা কংগ্রেসে সন্ত্রাস দমন নিয়ে একটি রিপোর্ট দেয় সে দেশের বিদেশ দফতর। বিভিন্ন দেশ জঙ্গি দমনে কতটা এগিয়েছে বা আমেরিকার সঙ্গে তাদের সহযোগিতা কতটা নিবিড়, তার বিশদ বিবরণ থাকে তাতে। সেই রিপোর্টেই মার্কিন বিদেশ দফতর বলেছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলা চালাচ্ছে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আফগান তালিবান ও হক্কানি নেটওয়ার্ক। রিপোর্টে বলা হয়েছে, পাক জঙ্গিরা ভারতকে নিশানা করেই চলেছে। পঞ্জাবের পঠানকোটে একটি ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।
মার্কিন বিদেশ দফতরের দাবি, পাক সেনা তেহরিক-ই-তালিবানের মতো সংগঠনের বিরুদ্ধে অভিযান চালালেও লস্কর বা জইশের বিরুদ্ধে কখনওই সক্রিয় হয়নি। এই সব জঙ্গি সংগঠন পাকিস্তান থেকেই অর্থ সংগ্রহ করে, পাকিস্তানের মাটিতেই শিবির গড়ে প্রশিক্ষণ চালাচ্ছে।
আফগানিস্তান নিয়েও পাক ভূমিকায় অসন্তুষ্ট আমেরিকা। রিপোর্টে বলা হয়েছে, আফগান সরকার ও আফগান তালিবানের মধ্যে শান্তি প্রক্রিয়াকে সমর্থন করেছিল পাকিস্তান। কিন্তু তালিবানকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পাকিস্তান থেকেই ওই জঙ্গি সংগঠন আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর উপরে হামলা চালাচ্ছে।
বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীদের মদদ ও অর্থ যোগান দেয়ার অভিযোগ অনেক পুরান। পাকিস্তান এমন একটি দেশ যারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে বেশ পারদর্শী। সন্ত্র্সাী কর্মকাণ্ডের ফলে দেশটি এমনিতেই ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। তদুপরি দেশটি সন্ত্রাস ও জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সন্ত্রাসী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকেও তারা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার কম চেষ্টা করে নি বা এখনো চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশে জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স পাকিস্তানের ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবে রূপ নিতে পারেনি। বরং বাংলাদেশ জঙ্গি দমনে সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে।
পাকিস্তান যে বাংলাদেশের জঙ্গিদের নিষ্ঠ পৃষ্ঠপোষক তার প্রত্যক্ষ প্রমাণ লক্ষ্য করি যখন তারা এদেশের যুদ্ধাপরাধীদের রক্ষার ব্যাপারে উদ্যোগ নেয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাক্সিক্ষত নাক গলাতে থাকে।
পাকিস্তান রাষ্ট্রটি জন্মের পর থেকেই ষড়যন্ত্র, শঠতা, ধর্মীয় উন্মাদনা থেকে বেরিয়ে আসতে পারে নি। গণতন্ত্র সেখানে কখনই ভিত্তি পায়নি। ফলে রক্তের হলি খেলা সেখানে কখনই বন্ধ থাকেনি। একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার ইতিহাস এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। সেটা নিয়ে তাদের কোনো অনুপাতও নেই। সেই দেশ জঙ্গি-সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হবে এটাই স্বাভাবিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ