বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষারে ঢাকা একটি মাঠ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে কানাডীয় পুলিশ।
মৃতদের মধ্যে একজন শিশু, একজন কিশোর ও একজন করে নারী-পুরুষ রয়েছেন।
প্রাথমিকভাবে তারা ‘ভারতীয়’ এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার কানাডার ম্যানিটোবা প্রদেশের এমারসন থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ। ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ওইদিন সেখানে তাপমাত্রা ছিল শূন্যেরও ৩৫ ডিগ্রি নিচে।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানান।
আরসিএমপির ভাষ্য, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডীয় পুলিশকে সতর্ক করে দিয়ে জানায়, তারা ওই এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একদল লোককে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গ্রেপ্তার একজনের কাছে ছোট শিশুর জিনিসপত্র ছিল। কিন্তু তার সঙ্গে কোনো শিশু ছিল না। এরপর তুষারের মধ্যে সীমান্তের দু’পাশে তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ২৫ থেকে ৩৫ ফুট দূরত্বের মধ্যে মরদেহগুলো পাওয়া যায়।
তথ্যসূত্র: বাংলানিউজ