মার্কিন সেনায় রূপান্তরকামীদের নিয়োগ নিষিদ্ধ

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মার্কিন সেনাবাহিনীতে আর যোগ দিতে পারবেন না রূপান্তরকামীরা। কয়েকদিন আগেই একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ‘ইউএস আর্মি’ জানিয়ে দিল আর কোনও রূপান্তরকামীকে সেনায় যোগ দিতে দেওয়া হবে না।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে, ‘মার্কিন সেনাবাহিনী আর রূপান্তরকামীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেবে না। এবং পরিষেবার অন্তর্ভুক্ত সদস্যদের জন্য লিঙ্গ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পদ্ধতিগুলির ব্যবহারও বন্ধ করা হল।’ অর্থাৎ চাকরিরত অবস্থায় রূপান্তরিতও হওয়া যাবে না।

প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার সময়ই সামরিক ক্ষেত্রে রূপান্তরকামীদের সেনায় যোগ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। মসনদে ফিরেই সপ্তাহখানেকের মধ্যেই সেই নির্দেশ ফের জারি করেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্প ভোটে জিততেই উদ্বেগ প্রকাশ করেছিলেন এলন মাস্কের মেয়ে ভিভিয়ান জেন্না উইলসন। যিনি নিজেও একজন রূপান্তরকামী। জেন্না আশঙ্কা প্রকাশ করেন, অচিরেই রূপান্তরকামীদের উপর বড় নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প। বাস্তবেও তেমনটাই ঘটল।

কিন্তু যে রূপান্তরকামীরা সেনাবাহিনীতে রয়েছেন তাঁদের ভবিষ্যৎ কী? মার্কিন সেনাতে ১৩ লক্ষ কর্মী রয়েছেন।তাঁদের মধ্যে রূপান্তকামী রয়েছেন পনেরো হাজার। যদিও ১ হাজারেরও নিচে বলেই অন্য সূত্রের দাবি। তবে শেষপর্যন্ত সংখ্যাটা যাই হোক, তাঁদের বরখাস্ত করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। প্রতিরক্ষা সচিব জানিয়েছে, যাঁরা কর্মরত তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

উল্লেখ্য, মেয়েদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছে কয়েকদিন আগে। পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিক ভাবেই রূপান্তরকামীদের মহিলাদের খেলা থেকে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চাপও দিচ্ছেন ট্রাম্প।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ