সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) নারী ও শিশু নির্যাতনের ওপর জরিপ প্রকাশ করেছে। গতকাল শুক্রবার মানবাধিকার সংগঠন হিসেবে লফস তাদের সংগ্রহকৃত জরিপ প্রতিবেদন প্রকাশ করেন। সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকাশ করে থাকে। মার্চ মাসে নারী ও শিশু পরিস্থিতির তথ্য তুলে ধরা হলো- শিশু নির্যাতন ১৯ ও নারী নির্যাতন ১৬ টি অর্থাৎ ৩৫ টি নির্যাতনের ঘটনা ঘটেছে।
লফসের তথ্য মতে, এ অঞ্চলের নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানুবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারো জন্য সুখকর নয়।
মার্চ মাসে অমানবিক কিছু ঘটে যাওয়া ঘটনার চিত্র তুলে ধরা হয়। নগরীতে ১৯ বছর বয়সী দিশা নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, বাঘমারায় সৎ মাকে গুরুতর আহত করেছে দুই সন্তান, নগরীতে যৌতুকের মামলা তুলে না নিলে বাদীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি, বাঘায় কু-প্রস্তাবে রাজি না হওয়ার স্বামীর দোকান দখল এবং একই ঘটনায় পুঠিয়ায় গৃহবধুকে পিটিয়ে জখম, তানোরে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এক সাওতাল সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ, বাঘমারায় স্বামীর নির্যাতনে গৃহবধুর শারমিন সুলতানার মৃত্যু, নগরীর বসুয়া মধ্যপাড়ায় গৃহবধু মাহাফুজা (১৯) এর রহস্যজনক মৃত্যু, নগরীতে বিদেশি এক শিক্ষার্থীর আত্মহত্যা, মোহনপুর উপজেলায় বাসায় ঢুকে দুই শিশু সন্তানকে জিম্মি করে টাকা দাবি, বাঘমারায় কিন্ডারগার্ডেন স্কুলের এক শিশুকে অপহরণের পর ধর্ষনের চেষ্ঠার অভিযোগ, দুর্গাপুরে ২ কিশোরকে গাছে বেধে নির্যাতন, নগরীতে স্কুল ছাত্রকে কুপিয়ে আহত, গোদাগাড়ীতে ১৪ বছর বয়সী স্কুল ছাত্র আখেরুজ্জামান ইমন নিখোঁজ, নগরীর তালাইমারিতে এক ছাত্রীরে আত্মহত্যার ঘটনাগুলো সমাজের অবনতি বলে উল্লেখ করা হয়।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী- শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।