মার্চে রাবির ভর্তি পরীক্ষা, সেকেন্ড টাইম এবারও থাকছে

আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ২:২১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ৮-১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনপত্র জমা দেয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি সংক্রান্ত বাকি তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ