মালয়েশিয়ায় ১০১ বাংলাদেশি শ্রমিকসহ ১৩৪ জন আটক

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩৪ অবৈধ নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৩১ জানুয়ারি) রাতে ৯টি স্থানে অভিযান চালিয়ে এই শ্রমিকদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেলাকার ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগ এবং বিদেশিদের আগমন সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এক নারীসহ আটকদের মধ্যে ১০১ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ার, ৬ জন মিয়ানমারের এবং একজন নেপালি নাগরিক রয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে।

মেলাকার ইমিগ্রেশনের পরিচালক বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের মধ্যে পরিচয়পত্রহীন, মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা এবং ইমিগ্রেশন আইনের অধীনে অপরাধে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পরবর্তী পদক্ষেপের জন্য আটক হওয়া লোকদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ