মালিঙ্গার চতুর্থ হ্যাটট্রিকের উল্লাস

আপডেট: এপ্রিল ৭, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। গতকাল বৃহস্পতিবার অভিষিক্ত মিরাজকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই কীর্তি গড়েন শ্রীলঙ্কান পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার চতুর্থ হ্যাটট্রিক।
মালিঙ্গার শেষ ওভারের প্রথম বলে ফাইন লেগে খেলে ২ রান নেন মুশফিক। দ্বিতীয় বলে মুশফিক সেই একই ভুল করলেন। তার প্রিয় শট স্লগ সুইপ খেলে ক্লিন বোল্ড হন। তার আউটের পর ক্রিজে আসেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলতে নামা মাশরাফি। ব্যাট হাতে শেষটা মোটেও রাঙাতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক, প্রথম বলেই যে বোল্ড! মালিঙ্গার মিডল স্ট্যাম্প বরাবর বলটি লেট কাট করতে গিয়ে উইকেট দিয়েছেন মাশরাফি।
এরপরই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় মালিঙ্গার সামনে। ১৯তম ওভারের চতুর্থ বলে মালিঙ্গার বিপক্ষে খেলতে নামেন অভিষিক্ত মিরাজ। তার ইয়র্কার লেন্থের বলটি মিরাজের পায়ে আঘাত করলে  জোরালো আবেদন হয়, আম্পায়ার সে আবেদনে সাড়া দিতেই বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন মালিঙ্গা। কুড়ি ওভারের ম্যাচে প্রথম হ্যাটট্রিক করা মালিঙ্গা আন্তর্জাতিক ক্যারিয়ারে পেলেন চতুর্থ হ্যাটট্রিকের দেখা।
বৃহস্পতিবার ৪ ওভারে ৩৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ৩ ওভারে উইকেট শূন্য মালিঙ্গা শেষ ওভারে ভেলকি দেখিয়ে চেপে ধরেন বাংলাদেশকে।
এর আগে বিশ্বের আরও চার বোলার টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। বাংলাদেশের বিপক্ষে এর আাগে আরও একটি হ্যাটট্রিক হয়েছিল। ২০০৭ সালে কেপটাউনে সাকিব, মাশরাফি ও অলক কাপালিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। টি-টোয়েন্টির ইতিহাসে ওটাই ছিল প্রথম হ্যাটট্রিক।
এরপর ২০০৯ সালে নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম শ্রীলঙ্কার অ্যাঞেলো ম্যাথুজ, বান্দারা ও নুয়ান কুলাসেকারাকে তুলে নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন। ২০১০ সালে নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টিম সাউদি এই কীর্তি গড়েন; পাকিস্তানের ইউনিস খান, মোহাম্মদ হাফিজ ও উমর আকমলকে আউট করেন টিম সাউদি। পরের কীর্তিটা শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরার। ২০১৫ সালে রাঁচিতে ভারতের পান্ডে, সুরেশ রায়ান রায়না, যুবরাজ সিংকে বিদায় করে দিয়ে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন পেরেরা।-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ