রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মালিতে স্বর্ণখনির সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত হয়েছেন। খনির টানেল ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই শতাধিক শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনের তথ্যে ৪০ জনের প্রাণহানির কথা বলা হয়েছে। তবে স্বর্ণখনির স্থানীয় কর্মকর্তা ওমার সিদিবে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রচণ্ড শব্দের পর টানেলে এই ধস শুরু হয়। পৃথিবী ওই সময় কাঁপতে শুরু করেছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়ে। এখন পর্যন্ত প্রকৃত মৃতের সংখ্যা জানা যায়নি। তবে স্বর্ণখনির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি বলেছে, টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক মারা গেছে।
ওমার সিদিবে জানান, স্বর্ণখনিতে দুই শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তাদের অনুসন্ধান কাজও এখন শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মৃতদেহ উদ্ধার করেছি।
েেদশটির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি রয়টার্সকে জানান, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে নিহতের সংখ্যা ৪০ জনের বেশি।
মালির সরকার নিহতদের শোক সন্তপ্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন