বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মালয়েশিয়ার মেব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে চার জনের সঙ্গে যৌথভাবে চতুর্দশ স্থানে রয়েছেন দেশসেরা এই গলফার।
প্রথম রাউন্ডেও পারের চেয়ে তিন শট কম খেলে এগারো জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
কুয়ালালামপুরের সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে তিনটি বার্ডি, একটি ইগল ও দুটি বোগি করেছিলেন ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেন জেতা এই গলফার।
২০১৭ সালে সিদ্দিকুর এ নিয়ে এশিয়ান ট্যুরের তৃতীয় আসরে খেলছেন। দেশের কোর্সে খেলা সর্বশেষ টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেনে দ্বিতীয় হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।