গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১০ টায় উপজেলা সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, নারী ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, বিজিবি রহনপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর জব্বার, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

মাসিক সভা আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ