মাহদেবপুরে মহিলা বিএম কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে গতকল সোমবার বিকালে মহাদেবপুর (কুঞ্জবন) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি জেবুন নাহার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোবারক আলী, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক মুনিরুজ্জামান মুনির, ব্যবসায়ী ফজলুর রহমান, নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকলেছুর রহমান, মহিলা সদস্য রেহেনা পারভীন, প্রভাষক আব্দুল কুদ্দুস, হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে  উপজেলা নির্বাহী অফিসার ১১জন জিপিএ ৫প্রাপ্ত কৃতী ছাত্রীদের হাতে ক্রেস্ট সংবর্ধনা ও ডিও এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ