মাহনপুরে দুই মাদক ব্যসায়ীকে কারাদণ্ড

আপডেট: মার্চ ২, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি



রাজশাহীর মোহনপুরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির এ দণ্ড দেন।
জানা গেছে, মোহনপুর উপজেলার মহিষকুন্ডি ডাঙ্গাপাড়া গ্রামের খুলবর রহমানের ছেলে হারুন অর রশিদ (৩৭) ও ধোপাঘাটা গ্রামের মোনতাজ বাগার ছেলে এনামুল হক মনির (৩৫) দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল । গত মঙ্গলবার রাতে মোহনপুর থানার এসআই আখেঁর আলী ও এএসআই অসীম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গতকাল বুধবার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হারুন অর রশিদকে ৯ মাস ও এনামুল হক মনিরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ