বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনী এলাকায় ঘুরে ভোট চাচ্ছেন তিনি। প্রচারণার শুরুতেই তিনি গিয়েছিলেন তানোর এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনও তাকে সাদরে বরণ করে নিয়েছেন। পরে নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহি। তিনি লিখেছেন, ‘আদিবাসী ভাইবোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কী। ট্রাক ছাড়া আবার কী’
সেখানে দেখা যাচ্ছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন।
মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলা হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।